সঠিক উত্তর হচ্ছে: শিম
ব্যাখ্যা: ফুল ও ফল ধারণ অনুযায়ী উদ্ভিদসমূহকে প্রধানত দুইভাগে ভাগ করা যায় \r\n\r\n? অপুস্পক উদ্ভিদ: এদের ফুল হয় না। রেণু বা স্পোর দ্বারা এদের বংশবৃদ্ধি ঘটে। যেমন : সমাঙ্গ বা থ্যালোফাইটা (স্পাইরোগাইরা, ক্লোরেলা ইত্যাদি), মস বর্গ বা ব্রায়োফাইটা (মস বা রিক্সিয়া) এবং ফার্ন বর্গ বা টেরিফাইটা (ঢেঁকিশাক বা ফার্ন বা টেরিস) ইত্যাদি। \r\n\r\n? সপুষ্পক উদ্ভিদ : এদের ফুল হয়। যেমন : নগ্নজীবী (সাইকাস, পাইনাস) এবং আবৃতজীবী (একবীজপত্রী : তাল, সুপারি, ধান, গম, ভূট্টা ইত্যাদি এবং দ্বিবীজপত্রী : আম, ছোলা, মটর, শিম ইত্যাদি)।