সঠিক উত্তর হচ্ছে: বিষ্ণুপ্রিয়া মণিপুরী
ব্যাখ্যা: সিলেট অঞ্চলে বসবাসকারী বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রাণের সংগীত হলো কীর্তন। তাদের বিভিন্ন উৎসবে এই কীর্তন গাওয়া হয়। গারোদের জনপ্রিয় সংগীত হলো \'রে রে\'। এটি তারা খালি গলায় গায়। চাকমা ভাষায় সংগীতকে গীত বলা হয়। যারা গীত গায় তাদের চাকমা ভাষায় গেংখুলি বলা হয় যার বাংলা অর্থ চারণ কবি। (সূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী)