সঠিক উত্তর হচ্ছে: বিমানবন্দর থেকে মহাখালী
ব্যাখ্যা: সরকারের শীর্ষ মেগাপ্রকল্পগুলোর মধ্যে রাজধানীতে ছয় ধাপে নির্মিত হচ্ছে মেট্রো রেল। এর মধ্যে রয়েছে উড়াল রেল ৬৭.৫৬৯ কিলোমিটার এবং পাতাল রেল ৬১.১৭২ কিলোমিটার। ‘সময়াবদ্ধ কর্মপরিকল্পনা-২০৩০’ শিরোনামে এ প্রকল্পের আওতায় ছয় ধাপের প্রথম ধাপে এমআরটি-৬ অবকাঠামো নির্মাণকাজ বর্তমানে চলমান। নতুন করে প্রথম ধাপের কাজ শেষ করার জন্য সময় নির্ধারণ করা হয়েছে ২০২৪ সাল। দ্বিতীয় ধাপে এমআরটি-১-এর কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়েছে ২০২৬ সাল।\n