সঠিক উত্তর হচ্ছে: দ্বিতীয় মহীপাল
ব্যাখ্যা: পাল শাসনকালীন সময়ে তৃতীয় বিগ্রহপাল-এর পর সিংহাসনে বসেন দ্বিতীয় মহীপাল। তার সময়ে পাল রাজত্বের দুর্যোগ আরো ঘনীভূত হয়। এ সময় বরেন্দ্র অঞ্চলের সামন্তরা বিদ্রোহ করে। ইতিহাসে এই বিদ্রোহ “কৈবর্ত বিদ্রোহ” নামে পরিচিত। এই বিদ্রোহের নেতা ছিলেন কৈবর্ত নায়ক দিব্যোক বা দিব্য। তিনি দ্বিতীয় মহীপালকে হত্যা করে বরেন্দ্র দখল করে নেন এবং নিজ শাসন প্রতিষ্ঠা করেন। সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণীর বোর্ড বই।