সঠিক উত্তর হচ্ছে: আগুন
ব্যাখ্যা: ‘সর্বভুক’ শব্দের অর্থ বা সমার্থক শব্দ - আগুন। সর্বভুক শব্দের আরো কয়েকটি সমার্থক শব্দ : অনল, বহ্নি, পাবক, হুতাশন, দহন, সর্বশুচি। অন্যদিকে, ‘বাতাস’ শব্দের সমার্থক শব্দ : বায়ু, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মরুৎ। \'সমুদ্র\' শব্দের সমার্থক শব্দ : সাগর, সিন্ধু, বারিধি, জলধি, অর্ণব, পারাপার, পাথার। \'পৃথিবী\' শব্দের সমার্থক শব্দ : ধরণী, মেদেনী, ক্ষিতি, অবনী, মর্ত, বসুন্ধরা, ভূলোক, ভুবন। [তথ্যসূত্র: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি,২য় খণ্ড]