সঠিক উত্তর হচ্ছে: অত্যধিক
ব্যাখ্যা: অতি + অধিক = অত্যধিক।\nএটি একটি স্বর সন্ধি।\nই বা ঈ ধ্বনির পরে ই বা ঈ ও ঋ ব্যতীত অন্য স্বরধ্বনি (অর্থাৎ অ, আ, উ, ঊ, এ, ঐ) থাকলে ই স্থানে য ধ্বনি উৎপন্ন হয় এবং বানানে এই ধ্বনি য-ফলা রুপে পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে মিলিত হয়। যেমন- ই+অ= য(য-ফলা); অতি + অধিক= অত্যধিক।\nতথ্যসূত্রঃ জিজ্ঞাসা,সৌমিত্র শেখর