সঠিক উত্তর হচ্ছে: ১৯৪৭ সালে
ব্যাখ্যা: ট্রুম্যান ডক্ট্রিন \r\n ━━━━━━━━❪❂❫━━━━━━━━ \r\nট্রুম্যান ডক্ট্রিন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পররাষ্ট্রনীতি যা ঘোষণা করা হয় স্নায়ুযুদ্ধের সময় রাশিয়ার প্রভাব মুক্ত রাখার জন্য। ১৯৪৭ সালের ১২ মার্চ, কংগ্রেসে হ্যারি এস ট্রুম্যান ‘ট্রুম্যান ডক্ট্রিন’ ঘোষণা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপকে পুনর্গঠনের জন্য এবং তুরস্ক, গ্রিসের শঙ্কা থেকে ইউরোপকে রক্ষার জন্য আর্থিক প্যাকেজ হলো ট্রুম্যান ডক্ট্রিন। ট্রুম্যান ডক্ট্রিনকে ১৯৪৯ সালের ৪ এপ্রিল NATO গঠনের ভিত্তি বলা হয়। (সূত্র: উইকিপিডিয়া)। \r\n ━━━━━━━━❪❂❫━━━━━━━━