সঠিক উত্তর হচ্ছে: কার্বন ডাই-অক্সাইড
ব্যাখ্যা: বায়ুমন্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ ও নির্গত করে সে সকল গ্যাসকে গ্রিনহাউস গ্যাস বলে।এটি গ্রিনহাউস প্রভাবের মৌলিক কারণ।[১] যেসকল গ্রিনহাউস গ্যাস পৃথিবীর বায়ুমন্ডলে প্রচুর পরিমানে পাওয়া যায়ঃ\n\nজলীয় বাষ্প (H\n2O)\nকার্বন ডাই অক্সাইড (CO\n2)\nমিথেন (CH\n4)\nনাইট্রাস অক্সাইড (N\n2O)\nওজোন (O\n3)\nক্লোরো ফ্লোরো কার্বন সমূহ(CFCs)\nহাইড্রোফ্লুরো কার্বন সমূহ( HCFCs and HFCs সহ)\nবায়ু মন্ডলে গ্রিনহাউস গ্যাস এর ঘনত্ব মূলত এর উৎস(প্রাকৃতিকভাবে এবং মানুষের কর্মকন্ডের দ্বারা নির্গত) ও ব্যবহৃত হয়ে যাওয়ার(বিভিন্ন ধরনের রাসায়নিক যৌগে রুপান্তরের) পরিমাণ এর উপর নির্ভর করে।[১৩] নির্গত গ্যাসের যে অংশ বায়ুমন্ডলে থেকে যায় তাকে \'বায়ুবাহিত ভগ্নাংশ\' বা \"airborne fraction\" (AF) বলে।২০০৬ সালে কার্বন ডাই অক্সাইডের জন্য এটি ছিল ০.৪৫। ১৯৫৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাৎসরিক \'বায়ুবাহিত ভগ্নাংশ\' বা \"airborne fraction\" বৃদ্ধি পেয়েছিল প্রতিবছর ০.২৫ ± ০.২১%।