সঠিক উত্তর হচ্ছে: ব্যঞ্জন বিকৃতি
ব্যাখ্যা: ব্যঞ্জনবিকৃতি ও ধ্বনি বিপর্যয়____________ (lদুটোর মধ্যে কিছু মিল ও অমিল রয়েছে, তাই দুটোই একসাথে মনে রাখুন)
\nব্যঞ্জনবিকৃতি : শব্দের মধ্য থেকে ধ্বনি রূপ পরিবর্তন হয়ে নতুন ধ্বনি আসলে ব্যঞ্জনবিকৃত হয়। যেমন :
\n? কবাট ˃ কপাট (‘ব’ ব্যঞ্জনটি পরিবর্তিত হয়ে ‘প’ হয়েছে)
\n? ধোবা ˃ ধোপা (‘ব’ ব্যঞ্জনটি পরিবর্তিত হয়ে ‘প’ হয়েছে)
\n? ধাইমা ˃ দাইমা (‘ধ’ ব্যঞ্জনটি পরিবর্তিত হয়ে ‘দ’ হয়েছে)
\n______________________________________
\n\nধ্বনি বিপর্যয় : শব্দের মধ্য থেকে দুটি ব্যঞ্জনবর্ণ পরস্পর স্থান পরিবর্তন করবে। যেমন :
\n? রিকসা ˃ রিসকা (‘ক’ ও ‘স’ পরস্পর স্থান পরিবর্তন করেছে), লাফ ˃ ফাল, বাকস ˃ বাসক।
\n? পিশাচ ˃ পিচাশ (‘শ’ ও ‘চ’ ব্যঞ্জনটি পরস্পর স্থান পরিবর্তন করেছে) [ষোড়শ শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়): ১৯]