সঠিক উত্তর হচ্ছে: পর্তুগিজ
ব্যাখ্যা: বাংলায় ইউরোপীয়দের মধ্যে সবার আগে এসেছিলো পর্তুগিজরা।
১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ‘ভাস্কো দা গামা’ ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করার কয়েক দশক পর থেকেই বাংলায় পর্তুগিজদের আগমন ঘটে।
বাংলায় সবার শেষে আগমন করে ফরাসিরা।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)