নিচের অপশন গুলা দেখুন
- নারী
- ছাপ্পান হাজার বর্গ মাইল
- সবকিছু নষ্টদের অধিকারে যাবে
- অলৌকিক ইস্টিমার
- হুমায়ুন আজাদ রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস- \'ছাপ্পান্ন হাজার বর্গমাইল\' (১৯৯৪)।
- এই উপন্যাস প্রকাশের মধ্য দিয়ে হুমায়ুন আজাদ ঔপন্যাসিক হিসেবে আত্মপ্রকাশ করেন।
- এই উপন্যাসের প্রধান চরিত্র রাশেদকে উপন্যাসটি উৎসর্গ করা হয়।
- অলৌকিক ইস্টিমার, সবকিছু নষ্টদের অধিকারে যাবে - হুমায়ুন আজাদ রচিত কাব্যগ্রন্থ।
- নারী, হুমায়ুন আজাদ রচিত প্রবন্ধ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।