সঠিক উত্তর হচ্ছে: সম্বন্ধ
ব্যাখ্যা: (ফুলের) গন্ধে ঘুম আসে না- এখানে ফুলের শব্দটি সম্বন্ধ কারক। যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয় তাকে সম্বন্ধ কারক বলে। [সূত্রঃবাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতিঃ নবম-দশম শ্রেণি (২০২০ সংস্করণ)]