সঠিক উত্তর হচ্ছে: দক্ষিণ থেকে উত্তরে
ব্যাখ্যা: নীল নদ প্রবাহিত দক্ষিন থেকে উত্তরে।\nনীলের উত্তরাংশ সুদানে শুরু হয়ে মিশরের মধ্য দিয়ে প্রবাহিত, প্রায় পুরোটাই মরুভূমির মধ্য দিয়ে। মিশরের সভ্যতা প্রাচীন কাল থেকেই নীলের উপর নির্ভরশীল। মিশরের জনসংখ্যার অধিকাংশ এবং বেশিরভাগ শহরের অবস্থান আসওয়ানের উত্তরে নীলনদের উপত্যকায়।