সঠিক উত্তর হচ্ছে: বিগ ব্লু
ব্যাখ্যা: আইবিএম
\n? যুক্তরাষ্ট্রের বৃহত্তম কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলোর একটি আই বি এম কর্পোরেশন (IBM Corporation) যার পূর্ণরূপ হলো International Business Machine Corporation.
\n? হ্যারম্যান হারিলিথ আদমশুমারি পরিচালনার জন্য ১৮৯৬ সালে টেবুলিটিং মেশিন কোম্পানি নামক একটি কোম্পানি তৈরি করেন। হারিলিথের এই কোম্পানির সাথে আরও দুটি প্রতিষ্ঠানের সম্মিলনে ১৯১১ সালে বিখ্যাত IBM কোম্পানির জন্ম হয়।
\n? IBM এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আর্মংক (Armonk) নামক স্থানে অবস্থিত।
\n? IBM এর বিখ্যাত আবিষ্কারসমূহের মধ্যে ATM, Hard Disk, Floppy Disk প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য।
\n? ১৯৮১ সালে আই.বি.এম থেকে বের করা হয় PC নামক কম্পিউটার যা কম্পিউটার জগতে যুগান্তকারী পরিবর্তন আনে।
\n? ১৯৮৪ সালে IBM দ্বিতীয় প্রজন্মের বিখ্যাত কম্পিউটার IBM PC–AT (Advanced Technology) বাজারজাত করে।
\n? IBM কে Big Blue (বিগ-ব্লু) বলা হয়। \n