সঠিক উত্তর হচ্ছে: সম্বাদ প্রভাকর
ব্যাখ্যা: বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র \'সম্বাদ প্রভাকর\'। এটি সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে ১৮৩১ খ্রিস্টাব্দে কলকাতা থেকে প্রকাশিত হয়। যুগসন্ধিক্ষণের কবি হিসেবে খ্যাত ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন এর সম্পাদক। এ পত্রিকাই পরবর্তীতে ১৮৩৯ সালের ১৪ জুন থেকে দৈনিক সংবাদপত্র হিসেবে প্রকাশিত হয়। এছাড়া \'দিগদর্শন\' ছিল মাসিক পত্রিকা। সমাচার দর্পন সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]