সঠিক উত্তর হচ্ছে: মার্চ মাসের শেষ শনিবার
ব্যাখ্যা: আর্থ আওয়ার বস্তুত একটি বিশ্বব্যাপী আন্দোলন যা শক্তি সংরক্ষণের (conserve power) জন্য সাধারণ মানুষকে সচেতন ও উৎসাহিত করে। পরিবেশ দূষ্ণ রোধে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে বছরে ১ঘন্টা বৈদ্যুতিক বাতি বন্ধ রাখার কর্মসূচি। প্রতিবছর পালিত হয় মার্চে মাসের শেষ শনিবার রাত ৮ঃ৩০-৯ঃ৩০ মিনিট পর্যন্ত। প্রথম পালিত হয় ২০০৭ সালে সিডনিতে।