সঠিক উত্তর হচ্ছে: রূপতত্ত্বে
ব্যাখ্যা: সমাস ও কারক ব্যাকরণের রূপ তত্ত্বে অংশে আলোচিত হয়।\n\nধ্বনিতত্ত্ব ও বাক্যতত্ত্ব বাদে ব্যাকরণের আর যেসব বিষয় আছে সেগুলাে শব্দতত্ত্বে/রুপতত্ত্বে আলােচনা করা হয় ।\n\nযেমন : শব্দ , সমাস , বিভক্তি , পদ প্রকরণ , শব্দরূপ , বচন , অনুসর্গ , শব্দদ্বৈত , উপসর্গ , প্রকৃতি ও প্রত্যয় , লিঙ্গ , কারক ও কাল ।