সঠিক উত্তর হচ্ছে: নৈতিক
ব্যাখ্যা: নীতি এবং উচিত-অনুচিত বোধ থেকে নৈতিক মূল্যবোধ উৎসারিত। নৈতিক মূল্যবোধ হচ্ছে সে সব মনোভাব ও আচরণ যা মানুষ সব সময় ভালো, কল্যাণকর এবং অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্তি অনুভব করে। নৈতিক মূল্যবোধের প্রাথমিক উৎস হলো পরিবার। দুঃস্থকে সহায়তা করা, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা প্রভৃতি নৈতিক মূল্যবোধ। (সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক)