সঠিক উত্তর হচ্ছে: মুনীর চৌধুরী
ব্যাখ্যা: \'রক্তাক্ত প্রান্তর\' মুনীর চৌধুরীর প্রথম পূর্ণাঙ্গ নাটক এবং বাংলা নাট্যসাহিত্যে একটি উল্লেখযােগ্য শিল্পসফল প্রয়াস। ১৭৬১ সালে পানিপথের তৃতীয় যুদ্ধকে কেন্দ্র করে রচিত হয় \'রক্তাক্ত প্রান্তর\' নাটকের পটভূমি। এই পানিপথের প্রান্তরে ভারতের তিনটি ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড.সৌমিত্র শেখর]