সঠিক উত্তর হচ্ছে: কানাকানি
ব্যাখ্যা: ব্যতিহার বহুব্রীহি : পরস্পর একজাতীয় ক্রিয়াকরণ বোঝালে যে বহুব্রীহি সমাস হয় তাকে ব্যতিহার বহুব্রীহি বলে।\nএই সমাসে পূর্বপদ আ-কারান্ত ও পরপদ ই-কারান্ত হয়।\nযেমন: ছাত্রলীগ ছাত্রলীগ যে যুদ্ধ= লীগালীগি\nপরস্পর গালি বর্ষণ করে যুদ্ধ = গালাগালি\nহেসে হেসে যে চুরি = ব্যাংকচুরি ।