সঠিক উত্তর হচ্ছে: দুই বিঘা জমি
ব্যাখ্যা: এ জগতে, হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি-\nরাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি৷\n------------------------------------------------------------\nএই ছিলো মোর ঘটে -\nতুমি মহারাজ সাধু হলে আজ,\n আমি আজ চোর বটে!\nউপরের পঙক্তিজোড়া রবীন্দ্রনাথ ঠাকুরের \'দুই বিঘা জমি\' নামক কবিতা থেকে নেওয়া।এটি রবীন্দ্রনাথ ঠাকুরের \'চিত্রা\' কাব্যগ্রন্থ থেকে সংকলিত।[তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]