সঠিক উত্তর হচ্ছে: ৫
ব্যাখ্যা: চর্যাপদে মোট ৫ টি ভাষার মিশ্রণ রয়েছে। সেগুলো হলো- বাংলা, হিন্দি, মৈথিলি, অসমিয়া, উড়িয়া ইত্যাদি। চর্যাপদ আবিষ্কৃত হয়ে আজ থেকে প্রায় ১০০০ বছর আগে। এটি মূলত মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদের অধিকাংশ পদ ১০ লাইনে লিখিত।\n[তথ্যসূত্রঃ লাল নীল দিপাবলী হুমায়ূন আজাদ ]