সঠিক উত্তর হচ্ছে: মানিক বন্দোপাধ্যায়
ব্যাখ্যা: তিরিশোত্তর বাংলা কথাসাহিত্যে মানিক বন্দোপাধ্যায় একটি অবিস্মরণীয় নাম। বিজ্ঞানমনষ্ক এ লেখক মানুষের মনোজগৎ তথা অন্তর্জীবনের রূপকার হিসেবে সার্থকতা দেখিয়েছেন। তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলো হলঃ অতসী মামী ও অন্যান্য, প্রাগৈতিহাসিক, মিহি ও মোটা কাহিনী, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, বৌ, ভেজাল, হলুদ পোড়া, আজকাল পরশুর গল্প, ছোট বকুলপুরের যাত্রী, ফেরিওয়ালা ইত্যাদি।[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]