সঠিক উত্তর হচ্ছে: একেই কি বলে সভ্যতা
ব্যাখ্যা: দেশীয় নব্যশিক্ষিতদের ইংরেজদের অনুকরণ ও সুরাপানে আসক্তের প্রতি ব্যঙ্গ করে মাইকেল মধুসূদন দত্ত \'একেই কি বলে সভ্যতা\' প্রহসন রচনা করেন। তার অপর প্রহসন \'বুড়ো সালিকের ঘাড়ে রোঁ\' নিরীহ প্রজাদের দ্বারা অত্যাচারী জমিদারের উচিত শিক্ষা প্রদান বিষয়ে রচিত। এর উপায় কি? এবং সধবার একাদশী রচনা করেছেন যথাক্রমে মীর মশাররফ হোসেন এবং দীনবন্ধু মিত্র। দুটো প্রসহনই বেশ্যাবৃত্তি ও সুরাপানের আসক্তদের প্রতি ব্যঙ্গ করে রচনা করা হয়েছে। (সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর)