সঠিক উত্তর হচ্ছে: উইলিয়াম কেরী
ব্যাখ্যা: উইলিয়াম কেরি (১৭৬১ – ১৮৩৪) ছিলেন একজন মিশনারি ও বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক, ব্রিটিশ খ্রিস্টান ধর্মপ্রচারক, যাজক, বিশেষ ব্যাপটিষ্ট মন্ত্রী, অনুবাদক, সামাজিক সংস্কারক, এবং সাংস্কৃতিক নৃতত্ত্ববিদ।\nযে জন্য বাংলা ভাষা উইলিয়াম কেরির প্রতি ঋণী থাকবেঃ \nউইলিয়াম কেরি ১৮০১ সালে \'বাংলা ব্যাকরণ\' ও বাংলা গদ্যে \'কথোপকথন\' গ্রন্থ প্রকাশ করেন। ১৮১২ সালে তার বিখ্যাত \'ইতিহাসমালা\' গ্রন্থটি প্রকাশিত হয়। বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে তার বইগুলো অনবদ্য অবদান রেখে চলেছে। ১৮৩৪ সালের ৯ জুন শ্রীরামপুরে মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলা ভাষা ও বাঙালির জীবনমান উন্নয়নে তিনি কাজ করে গেছেন।\n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা ]