নিচের অপশন গুলা দেখুন
- তিন
- দুই
- এক
- চার
বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি ২ প্রকার।
বাংলা সন্ধি ও তৎসম সন্ধি।
বাংলা সন্ধি ২ প্রকার। যথাঃ স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি।
তৎসম সন্ধি ৩ প্রকার। যথাঃ স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
বিঃদ্রঃ যেহেতু প্রশ্নে নির্দিষ্ট করে তৎসম বা বাংলা শব্দের কথা বলা হয়নি। তাই, উত্তর ২ প্রকার হবে।