নিচের অপশন গুলা দেখুন
- করুণা
- বৌঠাকুরাণীর হাট
- চোখের বালি
- ঘরে বাইরে
চলিত ভাষায় রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস - ঘরে বাইরে; এটি ১৯১৬ সালে \'\'সবুজপত্র\'\' পত্রিকায় প্রকাশ পায়।
এটি ব্রিটিশ ভারতের রাজনীতির প্রেক্ষাপটে রচিত।
উপন্যাসটির উল্লেখযোগ্য চরিত্র - নিখিলেশ, বিমলা, সন্দীপ প্রমুখ।
তার রচিত প্রথম উপন্যাস - করুণা (১৮৭৭)
প্রথম প্রকাশিত উপন্যাস - বৌঠাকুরাণীর হাট (১৮৮৩)
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া