সঠিক উত্তর হচ্ছে: TV রিমোর্ট কন্ট্রোলে
ব্যাখ্যা: ইনফ্রারেড \r\nইনফ্রারেড হলো এক ধরণের ইলেক্ট্রম্যাগনেটিক ওয়েভ, যার ফ্রিক্যুয়েন্সি সীমা টেরাহার্জ (THz) হয়ে থাকে। খুবই কাছাকাছি ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেশনে ইনফ্রারেড ব্যবহার করা হয়। ইনফ্রারেড সিগন্যালের অসুবিধা হলো এটি ঘরের দেয়াল বা শক্ত বস্তুভেদ করে অপর প্রান্তে যেতে পারে না। সাধারণত রিমোর্ট কন্ট্রোলসমূহ অবলোহিত বা ইনফ্রারেড রে (Infrared Ray) তে কাজ করে। যার সাহায্যে বিভিন্ন ধরনের ফাংশন যেমন: পাওয়ার সুইচ অন বা অফ করা, টিভি ভলিউম বেশি বা কম করা, এসি যন্ত্রের তাপমাত্র নিয়ন্ত্রণ করা, পাখার গতি ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়।