সঠিক উত্তর হচ্ছে: মঙ্গল
ব্যাখ্যা: যে শব্দ দ্বারা কোনো প্রাণি, বস্ত বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয়, তাকে বহুবচন বলে। রা, গুলা, গুলি, গুলো. দিগ. দের প্রভৃতি বিভক্তি যুক্ত হয় এবং সব, সকল,মুদয়, কুল, বৃন্দ, বর্গ, নিচয়. রাজি, রাশি, পাল, দাম, নিকর, মালা, আবলি প্রভৃতিকে বহুবচন বাচক শব্দ বলা হয়।