সঠিক উত্তর হচ্ছে: সম্ + ধি
ব্যাখ্যা: সন্ধি শব্দটির বিশ্লেষিত রূপ সম + √ধি + ই।অর্থাত্ সমদিকে ধাবিত হওয়া বা মিলিত হওয়া। এক কথায়,সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। যেমনঃ বিদ্যা + আলয় = বিদ্যালয় এখানে বিদ্যা ও আলয় শব্দদ্বয় মিলিত হয়ে বিদ্যালয় শব্দটি গঠন করেছে।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]