সঠিক উত্তর হচ্ছে: গল্পগ্রন্থ
ব্যাখ্যা: আবুল মনসুর আহমদের শ্রেষ্ঠ রাজনৈতিক ব্যঙ্গধর্মী রচনা ‘ফুড কনফারেন্স’। ভিন্ন স্বাদের নয়টি গল্পের মধ্য দিয়ে আবুল মনসুর আহমদ তার প্রতিবাদী চিন্তার ধারা প্রবাহিত করেছেন ব্যঙ্গরসাত্মকের আশ্রয় নিয়ে। ফুড কনফারেন্স, সায়েন্টিফিক বিযিনেস, এ আই সি সি, লঙ্গরখানা, রিলিফ ওয়ার্ক, গ্রো মোর ফুড, মিছিল, জমিদারি উচ্ছেদ, জনসেবা য়ুনিভার্সিটি- সব গল্পেরই পটভূমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বাংলা ১৩৫০ সনের দুর্ভিক্ষ। সব গল্পই ব্যঙ্গাত্মক।