সঠিক উত্তর হচ্ছে: ১৯৭১ সালে
ব্যাখ্যা: রামসার কনভেনশন হলো বিশ্বব্যাপী জৈবপরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস। ১৯৭১ সালে ইরানের রামসারে পৃথিবীর বিভিন্ন দেশসমূহ কনভেনশন অন ওয়েটল্যান্ডস নামক একটি আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তিটি ১৯৭৫ সাল থেকে কার্যকর হয়। বাংলাদেশের রামসার সাইট রয়েছে ২ টি।\n\n [তথ্যসূত্রঃ www.ramsar.org]