সঠিক উত্তর হচ্ছে: যোজক
ব্যাখ্যা: পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে, সেগুলোকে যোজক বলে। যোজকের কয়েকটি শ্রেণীর মধ্যে একটি বিরোধ যোজক। বিরোধ যোজক বাক্যের দুটি অংশের সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরী করে। যেমনঃ তাকে আসতে বললাম,তবু এলো না। এখানে \'তবু\' শব্দটি বিরোধ যোজক।