সঠিক উত্তর হচ্ছে: ২৪০০ বর্গমাইল
ব্যাখ্যা: পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হলো সুন্দরবন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের এলাকা মিলিয়ে এর আয়তন ১০ হাজার বর্গকিলোমিটার। তবে বাংলাদেশ অংশের আয়তন ৬০১৭ বর্গ কিলোমিটার (তথ্য: বন অধিদপ্তর)। সুন্দরবনের উত্তরে সাকক্ষীরা, খুলনা , ও বাগেরহাটের লোকালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বরিশালের বালেশ্বর নদী এবং পশ্চিমে রায়মঙ্গল ও হাড়িয়াভাঙ্গা নদী। উল্লেখ্য,ইউনেস্কোর বিশ্বসম্পদ ও ঐতিহ্য কমিটি ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর সুন্দরবনকে ৭৯৮ তম \'বিশ্ব ঐতিহ্য\' হিসেবে ঘোষণা করে।