সঠিক উত্তর হচ্ছে: হিন্দি কবি সাধনের \'মৈনাসত\'
ব্যাখ্যা: মিয়া সাধন নামক একজন হিন্দি ভাষী মুসলিম কবি রচিত \"মৈনাসত\" (কাব্যটি আসলে \'ঠেট গোহারি\' বা একধরনের গ্রাম্য হিন্দি ভাষায় লেখা) নামক কাব্যই ছিল কবি দৌলত কাজীর “সতী ময়না ও লোর চন্দ্রানী\" কাব্য রচনায় আদর্শ। এই কাব্যের সঠিক রচনাকাল জানা যায়নি। তবে অনুমান করা হয় ১৬২২ থেকে ১৬৩৮ সালের মধ্যে এই কাব্য রচনা করা হয়েছিল।