সঠিক উত্তর হচ্ছে: পাবনা-সিরাজগঞ্জ
ব্যাখ্যা: বাংলাদেশের গো-চারণের জন্য বাথান আছে সিরাজগঞ্জ অঞ্চলে।\nশাহজাদপুরের অনেক ঐতিহ্যের মধ্যে বিশেষভাবে উল্লেখ করার মতো এখানকার অসাধারণ বৈশিষ্ট্য মণ্ডিত বাথান ভূমি- অর্থাৎ বিশাল সুবিস্তৃত গো-চারণ ভূমি।বাংলাদেশে আর কোথাও এতো বড় এতো উর্বর গো-চারণ ভূমি বোধ হয় নেই।এর আয়তন প্রায় ১, ২০০ (বারশো) একর।বাংলাদেশের সর্ববৃহৎ বিল \'চলন বিল\' এর দক্ষিণ-পূর্বাংশ এই ঐতিহ্যবাহী বাথান ভূমি।এটি প্রতি বছর আষাঢ়ের শেষ দিকে পনিতে ডুবে যায় এবং আশ্বিন মাসে ধীরে ধীরে জেগে উঠে।প্রায় তিন মাসকাল বন্যার পানির নিচে ডুবে থাকে।\n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা ]