সঠিক উত্তর হচ্ছে: ঔষধ, বীণা, ত্রিনয়ন
ব্যাখ্যা: পূর্বপদে ঋ, র, ষ থাকলে পরপদে দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয় না। যেমন: মৃগনাভি, দুর্নাম, ত্রিনেত্র, মৃন্ময়।
\nকতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়। যেমন:
\nচাণক্য মাণিক্য গণ
বাণিজ্য লবণ মণ
\n বেণু বীণা কঙ্কণ কণিকা।
\nকিছু শব্দ স্বভাবতই মূর্ধন্য-ষ হয়। যেমন: আষাঢ়, নিষ্কর, পাষাণ, ষোড়শ,ঔষধ ইত্যাদি।