সঠিক উত্তর হচ্ছে: মাইক্রোওয়েভ
ব্যাখ্যা: রাডার এমন একটি পদ্ধতি যা তড়িৎচৌম্বক তরঙ্গ (মাইক্রো ওয়েভ ) ব্যবহার করে চলমান বা স্থির বস্তুর অবস্থান, দূরত্ব, উচ্চতা, দিক বা দ্রুতি নির্ণয় করতে পারে। এটি বেতার সংকেত ধারণ এবং দূরত্ব নির্ধারণের সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ Radar শব্দের পূর্ণরূপ হচ্ছে Radio Detection and Ranging। রাডার বলতে পদ্ধতি এবং যন্ত্র উভয়টিই বোঝানো হয়।