সঠিক উত্তর হচ্ছে: দেশভাগ
ব্যাখ্যা: কালো বরফ; মাহমুদুল হক\n‘কালো বরফ’ উপন্যাসে দেশভাগের পটভূমি ব্যাপকভাবে উঠে এলেও লেখকের কাছে ছিচল্লিশের দাঙ্গা এবং সাতচল্লিশের দেশবিভাগ প্রাসঙ্গিক বলে কখনই মনে হয়নি। উপন্যাসে তাই আমরা দেখি শেকড় হারাবার বেদনায় তিনি বিমর্ষ, বারংবারই ঘুরে ফিরে দেখাতে চেয়েছেন তার ছিঁড়ে যাওয়ার রহস্য। রহস্য প্রাসাদের সদর কপাটও উন্মুক্ত করে দেন মাহমুদুল হক, দেশভাগের রক্তক্ষরণের ভাষিক শিল্পরুপ প্রকাশিত হয়।