সঠিক উত্তর হচ্ছে: হরিপুর
ব্যাখ্যা: বাংলাদেশ দুটি পুরোনো গ্যাসক্ষেত্র সিলেটের কৈলাসটিলা ও হরিপুরে তেলের মজুদের সন্ধ্যান পেয়েছে বলে জানায় বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন বা পেট্রোবাংলা। সন্ধান পাওয়া তেলের মধ্যে ১০৯ মিলিয়ন ব্যারেল রয়েছে সিলেটের কৈলাসটিলা গ্যাসক্ষেত্রে। আর বাকি ২৮ মিলিয়ন ব্যারেল রয়েছে হরিপুর গ্যাসক্ষেত্রে।