সঠিক উত্তর হচ্ছে: বিষুব রেখা
ব্যাখ্যা: বিষুবরেখা পৃথিবীতে থাকা দুটো মেরু (উত্তর ও দক্ষিণ মেরু) থেকে সমান দূরত্বে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত বেষ্টন করে রাখা রেখাকে বিষুবরেখা বা নিরক্ষরেখা বলে। এর অন্য নাম নিরক্ষবৃত্ত, মহাবৃত্ত, গুরুবৃত্ত। এই রেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ দিক বরাবর সমান দুটো অর্ধগােলকে ভাগ করে। নিরক্ষরেখার উত্তর দিককে পৃথিবীর উত্তর গােলার্ধ এবং দক্ষিণ দিককে পৃথিবীর দক্ষিণ গােলার্ধ বলে। এই রেখা আমেরিকার উত্তর ভাগ এবং আফ্রিকার মধ্যভাগ দিয়ে চলে গেছে।