সঠিক উত্তর হচ্ছে: স্ট্রাটো মণ্ডল
ব্যাখ্যা: স্ট্রাটোমণ্ডল পৃথিবী থেকে ১২/১৫ কিলোমিটার উপরে ট্রপোবিরতি হতে শুরু হয়ে স্ট্র্যাটোবিরতি পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই স্তরেই ওজোন অবস্থিত। ওজোন স্তর দ্বারা অতিবেগুনি রশ্মির বিকিরণ শোষণ বৃদ্ধির কারণে এই স্তরের তাপমাত্রা বাড়ে।
উৎসঃ নবম-দশম শ্রেণীর ভূগোল বোর্ড বই