সঠিক উত্তর হচ্ছে: মুহম্মদ ঘুরী
ব্যাখ্যা: মীর কাসিম ৭১২ খ্রিস্টাব্দে সিন্দু বিজয় করেন। উপমহাদেশে এটি কোন মুসলিম সেনাপতির প্রথম বিজয়। পরে সুলতান মাহমুদ ভারত আক্রমন করলেও ভারত অধিকার করতে পারেন নি। গজনীর শাসক মুহম্মদ ঘুরী ১১৯১ সালে তরাইনের ১ম যুদ্ধে পরাজিত হলেও ১১৯২ সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে মুসলিম শাসনের গোড়াপত্ত্বন করেন। তিনিই উপমহাদেশে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা। তিনি কুতুবউদ্দিন আইবেক কে শাসনকর্তা নিয়োগ করে গজনী ফিরে যান। কুতুবউদ্দিন আইবেক তিনি ‘দিল্লী সালতানাত’ - এর প্রতিষ্ঠাতা।
একাদশ-দ্বাদশ শ্রেণীর ইতিহাস ১ম পত্র বই (উন্মুক্ত)।