সঠিক উত্তর হচ্ছে: মনোরম
ব্যাখ্যা: মনোরম হচ্ছে বিসর্গ সন্ধি। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি গুলো হলো-
- ষট্ + দশ = ষোড়শ,
- মনীষা = মনস্ + ঈষা,
- বৃহস্পতি = বৃহৎ + পতি,
- আশ্চর্য = আ + চর্য,
- পতঞ্জলি = পতৎ + অঞ্জলি,
- তস্কর = তৎ + কর,
- বনস্পতি = বন্ + পতি,
- পরস্পর = পর্ + পর,
- একাদশ = এক্ + দশ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।