সঠিক উত্তর হচ্ছে: ঘটমান ভবিষ্যৎ
ব্যাখ্যা: যে ক্রিয়া ভবিষ্যতে একটি সময় ধরে ঘটতে থাকবে তাকে ঘটমান ভবিষ্যৎ বলে।\n\nযেমন-\n\nবিরাট খেলতে থাকবে।\n\nএকটু পরে রোদ বাড়তে থাকবে।\n\nরহমানকে যতই বোঝাও সে ওই একই কথা বলে যাবে।\n\nএখানে- থাকবে, যাবে-----ঘটমান ভবিষ্যৎ ।