সঠিক উত্তর হচ্ছে: মোজাম্মেল হক
ব্যাখ্যা: মুহাম্মদ মোজাম্মেল হক অন্যতম প্রসিদ্ধ বাঙালি কবি।পেশাগত দিক থেকে তিনি একজন সাংবাদিকও ছিলেন।বাল্যকাল থেকে মোজাম্মেল হকের মধ্যে কবি প্রতিভা দেখা যায়।তিনি একজন ভিন্নধর্মী কবি ও লেখক হিসেবে বিবেচিত হন।তিনি গদ্য ও পদ্য দুই ধারাতেই অবদান রেখেছেন।মুসলিম রেনেসার ধারণা তার কবিতায় প্রভাব ফেলেছে।জীবনীভিত্তিক গদ্য ও উপন্যাস রচনায় তিনি পারদর্শী ছিলেন।১৯০৯ সালে তিনি ফারসি ভাষা থেকে বাংলায় শাহনামা অনুবাদ করেন।১৯১৭ সালে তিনি জনপ্রিয় উপন্যাস জোহরা রচনা করেন।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ]