নিচের অপশন গুলা দেখুন
- কাজী নজরুল ইসলাম
- বুদ্ধদেব বসু
- সুধীন্দ্রনাথ দত্ত
- প্রেমেন্দ্র মিত্র
বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের পর বুদ্ধদেব বসুকে সব্যসাচী লেখক বলা হয়।
তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- মর্মবাণী,
- বন্দীর বন্দনা,
- কঙ্কাবতী,
- দময়ন্তী,
- যে আঁধার আলোর অধিক,
- মরচেপড়া পেরেকের গান,
- একদিন চিরদিন,
- স্বাগত বিদায় ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।