সঠিক উত্তর হচ্ছে: শৃঙ্খলাবোধ
ব্যাখ্যা: একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব লক্ষ্য, উদ্দেশ্য ও সংকর মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলা হয়। কয়েকটি গণতান্ত্রিক মূল্যবোধ হলো - সহনশীলতা, আত্মসংযম, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ, আইনের শাসন, নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক শ্রদ্ধাবোধ,জনগণের রায় বা নির্বাচনি ফলাফলকে মেনে নেওয়া ইত্যাদি। [তথ্যসূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র: একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রফেসর মো: মোজাম্মেল হক)]