সঠিক উত্তর হচ্ছে: প্রথম পদে
ব্যাখ্যা: পুর্ব পদের বিভক্তিলোপে এবং পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে । তৎপুরুষ সমাসের পুর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোন বিভক্তি থাকতে পারে , আর পুর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরন করা হয় । এখানে \"প্রথম পদ\" দ্বারা পুর্ব পদকে বোঝানো হয়েছে । \n[তথ্যসুত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ