সঠিক উত্তর হচ্ছে: বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
ব্যাখ্যা: মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি এবং নাট্যকার ও প্রহসন রচয়িতা। মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি \'মেঘনাদবধ কাব্য\'।\n১৮৬০ খ্রিষ্টাব্দে তিনি রচনা করেন দুটি প্রহসন, যথা: \'একেই কি বলে সভ্যতা\' এবং \'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ\'।\n[তথ্যসূত্রঃ সাহিত্যপাঠ, একাদশ-দ্বাদশ শ্রেণী]